Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৌলভীবাজার জেলা ভৌগলিক অবস্থান ঃ পৃথিবীর মানচিত্রে ৯১ ডিগ্রী ৪৫.০০ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪ ডিগ্রী ৩২.০০ অক্ষাংশ রেখায় অবস্থিত। সীমানা ঃ উত্তরে- সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। দক্ষিনে- ভারতের ত্রিপুরা রাজ্য। পূর্বে- আসামের কাছাড় জেলা। পশ্চিমে- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা। আয়তন - ২,৭৯৯ বর্গ কি.মি.। লোকসংখ্যা - ১৯,১৫০০৬ জন। উপজেলা- ০৭টি (সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং জুিড়)। পৌরসভা- ০৫ টি (মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ)। ইউনিয়ন - ৬৭ টি, ওয়ার্ড - ২২৮ টি। কমিউনিটি ক্লিনিক - ১৭৫ টি। চা বাগান - ৯২ টি।

 স্বাস্থ্য প্রতিষ্ঠান (সরকারী) ঃ
স্বাস্থ্য বিভাগ ঃ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঃ  ০১  টি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স      ঃ  ০৭  টি।
বক্ষব্যাধি ক্লিনিক (সিডিসি)    ঃ  ০১ টি। 
উপ-স্বাস্থ্য কেন্দ্র                ঃ  ২০ টি।
কমিউনিটি ক্লিনিক-  প্রস্তাবিত ঃ ১৯৭ টি, চালু- ১৭৫ টি।

Serial No

Institutions

Bed Capacity

০১

২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মৌলভীবাজার।

২৫০

০২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, মৌলভীবাজার।


০৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর, মৌলভীবাজার।

৩১

০৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া, মৌলভীবাজার।

৫০

০৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ি, মৌলভীবাজার।

৫০

০৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা, মৌলভীবাজার।

৫০

০৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ, মৌলভীবাজার।

৫০

০৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

৫০