১৷ হাসসপাতালেসেবাগ্রহনেরজন্যআগতসকলকেপ্রয়োজনীয়স্বাস্থ্যসেবাপ্রদানকরাহয়৷
২৷ হাসপাতালে জরূরীবিভাগ২৪ঘন্টাখোলাথাকেএবংআগতরোগীদেরজরূরীচিকিৎসাসেবাপ্রদানকরাহয়৷
৩৷ দিবারাত্রি২৪ঘন্টাই.ও.সি সেবাপ্রদানকরাহয়৷
৪৷ ভর্তি রোগীদের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিসিন চিকিৎসাসহ জেনারেল সার্জারী, অর্থোপেডিক, গাইনি, চক্ষু ওনাক–কান- গলা বিষয়ের মেজর ও মাইনোর অপারেশন করা হয় (প্রজোয্যক্ষেত্রে ) ৷
৫৷ হাপাতালেবর্হিওঅন্ত: বিভাগেরোগীদেরপ্রয়োজনীয়প্যাথলজিপরীক্ষা আলট্রাসনোগ্রাফী, এক্সরেওই.সি.জি করাহয়৷
৬৷ জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়৷
৭৷ প্রয়োজনেনিকটস্থ কারাগারেবন্দীকয়েদীদেরস্বাস্থ্যসেবাপ্রদানকরাহয়৷
৮৷ প্রতিদিনশিশুওমহিলাদেরই.পি.আইকার্যক্রমের আওতায়প্রতিষেধকটিকাদেয়াহয়৷
৯৷ আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়াহয়৷
১০৷ নারীবান্ধবহাসপাতালেরকার্যক্রমপরিচালনাকরাহয়৷
১১৷ শিশুবান্ধবহাসপাতালেরকার্যক্রমপরিচালনাকরাহয়৷
১২৷ স্কিলবার্থআ্যাটেনডেন্টদেরপ্রশিক্ষন কার্যক্রমপরিচালনাকরাহয়৷
১৩৷ আগতকিশোর-কিশোরীওসক্ষম দম্পতিদেরমধ্যেপ্রজননস্বাস্থ্যওপরিবারপরিকল্পনাকার্যক্রমপরিচালনাকরাহয়৷
১৪৷ এইচআইভি/এইডস-এরজন্যপ্রয়োজনীয়পরীক্ষার ব্যবস্থাকরাহয়৷
১৫৷ নিরাপদরক্তপরিসঞ্চালনেরব্যবস্থাকরাহয়৷
১৬৷ ডায়রিয়ারোগীদেরজন্যও.আর.টিকর্নারচালুআছে৷
১৭৷ বিভিন্ন জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতাল থেকে রেফার্ডকৃত রোগীদের গুরূত্ব সহকারে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং প্রয়োজন বোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়৷
১৮৷ নির্ধারিতপদ্ধতিতেবর্জব্যবস্থাপনাকরাহয়৷
১৯৷সরবরাহ সাপেক্ষে ঔষধসমুহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়৷তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্র্রহিতাকে ক্রয় করতে হতে পারে৷
২০৷বিভিন্নওয়ার্ড/বিভাগেমজুদঔষধেরতালিকা, প্রদানকৃতসেবাসমুহেরতালিকা, সেবাপ্রদাকারীচিকিৎসকদেরতালিকাটানানোআছে৷
সেবা গ্রহিতার কর্তব্য
সেবা প্রদানকারীগন সেবাগ্রহীতার নিকট হতে সৌজন্যমূলক আচরন প্রাপ্তির অধিকার রাখেন৷।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS