উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে আজও ছিল উপচে পড়া ভিড়। শিশু বিশেষজ্ঞ সৈয়দা মাখলুকা মোর্শেদ বিশেষ সেবা দিতে এসেছিলেন।
এসেছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজও জেলা প্রশাসক Tofael Islam'স্যার ভিজিট করে গেলেন অতিরিক্ত সচিব স্যারকে নিয়ে। আমরা ব্রিফিং দেবার জন্য তৈরী হয়ে ছিলাম। কিন্তু আমাদের হয়ে স্যারই সব কিছু বলে দিতে লাগলেন সচিব স্যারকে। স্নেহ বা ভালোবাসা থাকলে বালাই-বিপদের সাধ্য কী স্পর্শ করে!
এসেছিলেন গুণি নাট্যাভিনেতা Saleh Sohel'ভাই। অনেকদিনপর দুজনে একসাথে বসলাম। কত স্মৃতি থেকে থেকে খাবি খেয়ে গেল যেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS